কানাইঘাটে চুরি হওয়া ৯টি গরুর ৭টি সাড়ে তিন মাস পর উদ্ধার
চেম্বার ডেস্ক: কানাইঘাটে চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৭টি সাড়ে তিন মাস পর উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) উপজেলার কচুপাড়া এলাকা থেকে ৭টি গরু উদ্ধার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮।
উপজেলার ছোটদেশ গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে আলীম উদ্দিনের ৯ টি গরু প্রায় সাড়ে তিন মাস আগে চুরি হয়। চুরির ঘটনায় আলীম উদ্দিন বাদী হয়ে গত ৫ আগস্ট বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০৫ ( কানাইঘাট) সিলেট এ সি.আর মামলা নং-২৮৪/২০২৩ইং, মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮, সিলেটকে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮, সিলেট উক্ত মামলাটি তদন্তের জন্য পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কমর উদ্দিনকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করেন। মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেট এর সার্বিক নির্দেশনা ও তদারকির মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার বিভিন্ন সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ নভেম্বর চোরাইকৃত ৯টি গরুর মধ্যে (ক) ১টি কালো রংয়ের গাভী গরু সঙ্গে ১টি কালো রংয়ের ডেকা বাছুর, খ) ১টি সাদা রংয়ের গাভী গরু সঙ্গে ১টি সাদা রংয়ের ডেকা বাছুর, গ) ১টি সাদা রংয়ের ডেকা গরু, ঘ) ১টি লাল রংয়ের ডেকা গরু, ঙ) ১টি লাল রংয়ের ডেকি গরু সহ সর্বমোট ৭টি গরু দরখাস্তে বর্ণিত ১নং বিবাদী হেলাল আহমদ (৪৪), পিতা-মৃত ফয়জুল হক, সাং-কচুপাড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেট এর গোয়াল ঘর থেকে উদ্ধার করেন।