/>
সর্বশেষ

» কানাইঘাটে আওয়ামী লীগের হামলায় শিবিরের ৭ জন গুরুতর আহত

প্রকাশিত: ০৮. জুন. ২০১৮ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী কালকের ডাকা আহুত হরতাল কর্মসূচি সফলের লক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে

ছাত্র শিবিরের এক কর্মী সভায় আওয়ামী লীগের লোকদের হামলায় শিবিরের ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ১১ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। আহত শিবিরের নেতাকর্মীরা হলেন ছাত্র শিবির কানাইঘাট উপজেলা শাখার দপ্তর সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসাইন শাকিল, গাছবাড়ী সাথী শাখার সাহিত্য সম্পাদক আবুল খায়ের, সড়কের বাজার সাথী শাখার শিক্ষা সম্পাদক শহিদুল ইসলাম, শিবিরের সাথী ফরিদ আহমদ,আব্দুর রহমান চৌধুরী ও গোলজার আহমদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকালকের হরতাল কর্মসূচি সফলের লক্ষ্যে শিবির নেতাকর্মীরা সকালে উপজেলার ডাক বাংলো প্রাঙনে একটি কর্মী সভা করেন। সভায় সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সভার দিকে তেরে আসেন ও সভায় হামলা চালান।
তাদের হামলায় গুরুতর আহত হন শিবিরের ৭ জন নেতাকর্মী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, হরতালের নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না, আইনের আওতায় নিয়ে আসা হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930