কানাইঘাট থানার বিশেষ অভিযানে ১টি অস্ত্র উদ্ধার

কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ কানাইঘাট থানার বিশেষ অভিযানে ১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্তবর্তী বালুকমারা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক উদ্ধার করা করে। মঙ্গলবার (১৪ই নভেম্বর )ভোর ৪ টার দিকে কানাইঘাট থানার(সার্কেল)সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মার দিক নির্দেশনায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় এ বন্দুক উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে কানাইঘাট থানায় আইনী প্রক্রিয়া দিন রয়েছে ।