কানাইঘাটে অস্ত্রসহ যুবক গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামে অভিযান চালিয়ে ধারালো রামধা, রাইফেলসহ অনেকগুলো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মুস্তাফিজুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুস্তাফিজুর রহমান কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিবনগর লামার গ্রামের আমির আহমদের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ধারালো কয়েকটি রামধা, দুইটি রাইফেলসহ অনেকগুলো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মুস্তাফিজকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।