স্বামীর সম্মুখে যারা ধর্ষণ করেছে তারা মানুষ নয়,হায়েনা: রনজিৎ সরকার

চেম্বার ডেস্ক:: সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনের ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকার।

অাসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অ্যাডভোকেট রঞ্জিত সরকার। ধর্ষকদের বিরুদ্ধে নিজে কঠোর থাকবেন ও সবাইকে কঠোর হওয়ার আহবান জানিয়ে রঞ্জিত সরকার লিখেন, এদের বিচারের জন্য পুলিশের কাছে ধরিয়ে দিতে সবাই যার যার অবস্থান থেকে সোচ্ছার থাকবেন। নরপশুদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের স্ট্যাটাসটি হবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো—-

 

“পুন্যভুমি সিলেটে এমন নিকৃষ্ট ঘটনা ঘটবে তা আমাদের কল্পনাতীত ছিল,এমন ন্যক্কারজনক ঘটনা ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনাদের কর্মকান্ড কে হার মানিয়েছে,।

স্বামীর কাছ থেকে স্ত্রী কে নিয়ে স্বামীর সম্মুখে যারা ধর্ষণ করছে তারা মানুষ নয় হায়েনা।

তাদের কোন দল,গোত্র, দেশ কিংবা মানুষ নামে পরিচয় থাকতে পারে না,

এই ন্যক্কার জনক ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা হরিয়ে ফেলেছি ।

আমি আমার অবস্থান থেকে এদের বিরুদ্ধে কঠোর থাকব, সবাইকে কঠোর থাকার আহবান জানাচ্ছি।

এদের বিচারের জন্য পুলিশের কাছে ধরিয়ে দিতে সবাই যার যার অবস্থান থেকে সোচ্ছার থাকবেন।

নরপশুদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।