সিসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
চেম্বার ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ২১ জুন সিসিকের পঞ্চম নির্বাচনে বিজয়ী আনোয়ারুজ্জামান মেয়রের চেয়ারে বসা তৃতীয় ব্যক্তি।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় নগর ভবনে মেয়রের কার্যালয়ে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ি মেয়র আরিফুল হক চৌধুরী। এর মাধ্যমে আরিফুল হক চৌধুরীর মেয়র হিসেবে দুই দফায় ১০ বছরের দায়িত্বের অবসান হলো।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, মেয়রদ্বয়ের পরিবার, সিলেট সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
গত ২১ জুন সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এক লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।