সাংবাদিক বদরুল আলমের ওপর হামলা, নিউজচেম্বার সম্পাদকের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের কানাইঘাট উপজেলা প্রতিনিধি ও কানাইঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বদরুল আলমের ওপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম৷

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সাংবাদিক তাওহীদুল ইসলাম বলেন, এধরনের হুমকি,হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থি।
এই ন্যাক্কারজনক ঘটনার আমি নিন্দা জানাই এবং আমি চাইবো যতো শিগগির সম্ভব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারী ইউপি নির্বাচনের একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কানাইঘাটের পরাজিত এক চেয়ারম্যান প্রার্থী মাসুদ আহমদের লোকজন গতকাল সোমবার উপজেলার গাছবাড়ীতে বদরুল আলমের হামলা করেন।

বর্তমানে বদরুল আলম সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।