সর্বশেষ

» কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা মুস্তাফিজুল

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৩ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় সিলেটে কানাইঘাট উপজেলার ৩১টি পূজামন্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গতকাল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে সরকারি নির্দেশনা অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিমধ্যে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মুখর, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নের লক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৩১টি মন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার যাতে করে কোন দুষ্কৃতিকারী চক্র অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এজন্য প্রতিটি মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ডপ কমিটির উদ্যোগে স্বেচ্ছাসেবক ও ভলেন্টিয়ার নিয়োজিত করা হয়েছে। এদিকে শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে কানাইঘাট উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মুস্তাফিজুল বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন করছেন। পরিদর্শন কালে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি মন্ডপের খোঁজ-খবরও নেন।

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেশ কয়েকটি মন্ডপও পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেয়ার পাশাপাশি মন্ডপে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930