সর্বশেষ

» দুর্গা পূজা উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৩ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৩ টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই সোহেল মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্ম্মা বলেন, শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব ধরণে প্রস্তুতি ইতিমধ্যে থানা পুলিশ নিয়ে রেখেছে। উপজেলার ৩১টি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বিডিপির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। যাতে করে দুষ্কৃতিকারীরা পূজা মন্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমার ক্ষতি সাধন করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে না পারে এজন্য সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নজরদারী রাখার জন্য তিনি আহবান জানান। সেই সাথে এএসপি অলক কান্তি শর্ম্মা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাযের সময় পূজার মাইক বন্ধ রাখার আহবান জানান মন্ডপ নেতৃবৃন্দের প্রতি।

মতবিনিময় সভায় কানাইঘাট উপজেলার ৩১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মুখর শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) উজায়ের আলমাহমুদ আদদান, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক জামাল উদ্দিন, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, ঐক্য পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গা কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার সুদিপ্ত চক্রবর্তী, মাস্টার সলিল চন্দ্র দাস, পৌর ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, প্রতাপ চন্দ্র দাস, বিশ^জিত রায়, প্রতাপ চন্দ্র রায় সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
দুর্গা পূজার মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপের সদস্যরা বলেন, কানাইঘাটে যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা হয়ে আসছে। এবছরও শান্তিপূর্ণ ভাবে সকলের সহযোগিতায় পূজা উদযাপন হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031