দেশে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের প্রভাব পড়বেনা: পররাষ্ট্রমন্ত্রী

চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী  ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না। ইসরায়েলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেইনি। তবে চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।