সর্বশেষ

» সিলেটের জালালাবাদ কলেজে অধ্যক্ষ পদে হায়াতুল ইসলাম আখঞ্জীর যোগদান

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৩ | সোমবার

ডেস্ক রিপোর্ট : সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস জালালাবাদ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী। রোববার দুুপুরে কলেজ পরিচালনা পর্ষদ উইজডোম ট্রাস্টের পক্ষ থেকে ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে বরণ করেন ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এসময় কলেজের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকালে অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেন, সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজে মানসম্পন্ন শিক্ষা প্রসারে অগ্রণী ভুমিকা পালন করছে। এর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার গুনগত মান বজায় রাখাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জালালাবাদ কলেজকে কাংখিত মানে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মেধাবী তরুণ প্রজন্ন তৈরী করতে মানসম্পন্ন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

দায়িত্ব গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ কলেজ পরিচালনা পর্ষদ ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক ফরিদ আহমদ, ফারুক আহমদ, সালমা বেগম, ফাহিমা সুলতানা ও তাহসিন সিদ্দিকা প্রমূখ।

নবাগত অধ্যক্ষকে বরণকালে উইজডোম ট্রাস্টের সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সিলেটে প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছে। আমরা চলমান একাডেমিক সিস্টেমকে এনালগ থেকে ডিজিটালে রুপান্তরের উদ্যোগ নিয়েছি। নবাগত অধক্ষ বৃহত্তর সিলেট অঞ্চলের বরণ্যে শিক্ষাবিদ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জীর নেতৃত্বে এই উদ্যোগকে সাফল্যের সাথে এগিয়ে নিতে চাই। এক্ষেত্রে কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

উল্লেখ্য- প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জী ১৯৮৪ সালে কাজী আজিম উদ্দিন কলেজ গাজীপুরের ইংরেজী প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োগ হন। এরপর তিনি ১৯৮৮ সালে টঙ্গী সরকারী কলেজে ইংরেজী প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় ইংরেজী প্রভাষক হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৯০ সালে সিলেট এমসি কলেজে ইংরেজী প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করেন। পর্যায়ক্রমে এই কলেজে তিনি সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৪ সালে ঐ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঐ পদ দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নেন। তিনি ২০২০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের প্রথম চীফ এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930