/>
সর্বশেষ

» সংসদ নির্বাচন: বড়লেখায় ভোট কেন্দ্রে আগুন, বিএনপি ও এলডিপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০১৪ | সোমবার

বড়লেখা প্রতিনিধি: অত্যন্ত অস্থিতিশীল ও সহিংস এক রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দেয়। আওয়ামিলীগের এক তরফা নির্বাচন প্রতিহত করতে গিয়ে অনেক জায়গায় সংঘর্ষ হয়। রোববার (৫ জানুয়ারি) নির্বাচনের দিন দুপুরে বড়লেখার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টার জন্য ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে পুনরায় ভোট শুরু হয়।

ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় বড়লেখা থানার এস আই সুরঞ্জিত কুমার দাস বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। থানার মামলা নং ২১/১৪। মামলায় বড়লেখার বিএনপি ও এলডিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। আসামীরা হলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রাহমান খছরু, সাংগঠনিক সম্পাদক এম.এ শহিদ খাঁন, ৩নং নিজবাহাদুরপুর বিএনপির সভাপতি মিছবাউল হক মিনু,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,বড়লেখা উপজেলা এলডিপি নেতা সৈয়দ আশরাফুল হক, জুনেদ আহমদ, বিএনপি কর্মী ফজলে এলাহী, আবুর মনসুর, করিম উল্লাহ, তানিম আহমদ, তুহিন আহমদ, কবির উদ্দিন, এলডিপি কর্মী নাহিদ, মুফিজ, কাওছার, রুহে আলমসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে মামলা করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, ভোট কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় বিএনপি-এলডিপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930