সর্বশেষ

» সিলেট ৪ আসনে চমক দেখাতে পারেন বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদ

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: সিলেট ৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ আসনে বিএনপি থেকে চমক দেখাতে পারেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও ইংল্যান্ড প্রবাসী হেলাল উদ্দিন আহমদ।

সারা দেশে যখন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার শিকার তখন সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট কোম্পানিগঞ্জে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের হৃদয়ে নিজেকে জায়গা করে নিয়েছেন গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হাজী তেরা মিয়া (বতন চেয়ারম্যান) এর সুযোগ্য উত্তরসূরী হেলাল উদ্দিন আহমেদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে হেলাল উদ্দিন আহমেদ প্রার্থী হওয়ার সম্ভবনায় এলাকায় প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণে উৎসাহ দেখা দিয়েছে। হামলা মামলা সহ সকল বিষয় মাথায় রেখে জেলা বিএনপির সাথে সমন্বয় করে নির্দেশনা দিচ্ছেন তিনি।

সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা লন্ডন প্রবাসী হেলাল উদ্দিন আহমদের নাম সম্প্রতি বেশ জোরালো ভাবে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

জানা যায়, লন্ডনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হেলাল উদ্দিন আহমেদ গ্রীন সিগনাল পেয়ে সম্প্রতি দেশে ফিরে সর্ব মহলে যোগাযোগ, মতবিনিময় ও সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহণ করেছিলেন ।

এতে গোয়াইনঘাট,জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ তিন
উপজেলার বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে হেলাল উদ্দিন আহমেদ নিজের শক্ত অবস্থান তৈরী করে নিতে সক্ষম হয়েছেন।

আসন্ন জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও বিএনপি অংশগ্রহণ করলে হেলাল উদ্দিন আহমেদই দলীয় মনোনয়ন পাবেন, এমন দাবী স্থানীয় বিএনপি ও সচেতন মহলের। গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কামাল উদ্দিন বলেন, বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমদ সিলেট ৪ আসনের বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি আজ সরকার বিরোধী আন্দোলনে তৎপর। তত্ববধায়ক সরকারের অধীনে আগামীতে যে সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে চমক দেখাতে পারেন আমাদের এই নেতা।
এই আসনে বিএনপির সাবেক জনপ্রিয় এমপি মরহুম দিলদার হোসেন সেলিম এর পরলোক গমনের মধ্য দিয়ে আসনটি শূন্য করেছেন। ফলে এই আসনে বিএনপির নেতৃত্ব শূন্যতা পূরণে হেলাল উদ্দিন আহমেদ এগিয়ে আসায় আমজনতার মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হেলাল উদ্দিন আহমদের পিতা সাবেক ইউ/পি চেয়ারম্যান সালুটিকর বহর গ্রামের মরহুম তেরা মিয়া বতন সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান,সাবেক এম পি নাজিম কামরান চৌধুরী, সাবেক এমপি মরহুম খন্দকার আব্দুল মালিক ও মরহুম দিলদার হোসেন সেলিম এমপি’র খুব ঘনিষ্ঠ ও আস্থাবাজন ছিলেন। মরহুম বতন চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগদল থেকে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় হতে আমৃত্যু বিএনপির আন্দোলন করেছেন। এ সুবাদে হেলাল উদ্দিন আহমেদ পারিবারিক ভাবেই বিএনপি আদর্শে গড়ে উঠা এক একনিষ্ঠ কর্মী।

সুত্র জানায়, হেলাল উদ্দিন আহমেদ লন্ডনে একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছেন। তরুণ, স্মার্ট, সর্বদা হাস্যজ্বল, ও মিষ্টভাসী প্রকৃতির এই সমাজ সেবী ব জনসেবায় এগিয়ে আসায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাগত জানাচ্ছে।

জানা যায়, উন্নত জীবনের জন্য হেলাল উদ্দিন যুক্তরাজ্যে পাড়ি জমান। জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা বিএনপির একাধিক সুত্র জানায় তত্ত্বাবধায়ক সরকার পুন-প্রতিষ্ঠা ও সরকার পতনের আন্দোলনে হেলাল উদ্দিন আহমেদ এর ভূমিকা প্রশংসার দাবি রাখে।

প্রতিবেদকের সাথে আলাপকালে হেলাল উদ্দিন জানান,আমরা এখন নির্বাচন নিয়ে খুব একটা কাজ করছিনা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছি। সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

জানা যায়, স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এ আসনে তখন আওয়ামীলীগের আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হাই নির্বাচিত হন। তারপর ১৯৭৯ সালে বিএনপির ইকবাল আহমেদ চৌধুরী, ১৯৮৬ সালে আওয়ামীলীগের ইমরান আহমদ, ১৯৮৮ সালে আব্দুল হান্নান সতন্ত্র, ১৯৯১ সালে আওয়ামীলীগের ইমরান আহমদ, ১৯৯৬ সালে বিএনপির সাইফুর রহমান একাধিক আসনে নির্বাচিত হলে এ আসনে উপ-নির্বাচনে ইমরান আহমদ, ২০০১ সালে বিএনপির দিলদার হোসেন সেলিম, এবং ২০০৮ সাল থেকে অধ্যবধি এ আসনে আওয়ামীলীগের ইমরান আহমদ এমপি হিসাবে রয়েছেন।
অনুসন্ধান অনুযায়ী এ আসন বিএনপির ঘাটি হিসাবে পরিচিত বিএনপির নির্বাচন বয়কট ও কেন্দ্রীয় বিভিন্ন ইস্যুর গ্যাড়াকলে এ আসনে বারবারই এমপি নির্বাচিত হচ্ছেন বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
কিন্তু এ আসনের জনসাধারণের দাবি অনুযায়ী জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করলে বিশাল ব্যবধানে বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা সর্ব মহলের।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031