সর্বশেষ

» এবার কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে একযোগে বদলি

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: এবার কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে।

 

শুক্রবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সদর দফতরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ৭ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।

 

এর আগে তিন দফায় জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

 

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

 

এ ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা-প্রতিক্রিয়া শুরু হয়। জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশের সদর দফতর।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031