সর্বশেষ

» কানাইঘাটে শোকাবহ পরিবেশে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮’তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কানাইঘাটে শোকাবহ পরিবেশে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় প্রথমে উপজেলা প্রশাসন চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুারালে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, কানাইঘাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠন।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নবনিতা সরকার ত্বন্বির উপস্থাপনায় শোকদিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক, বীরমুক্তিযোদ্ধা মাস্টার আনোয়ারুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ আহমদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোক সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলার স্থপতি নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে ১৫ই আগস্টের কাল রাত্রিতে ঘাতকরা হত্যা করে চেয়েছিল তাঁর আদর্শকে মুছে ফেলতে, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। যুগযুগান্তরে তিনি বাংলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন। তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি পরিহার করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।

বাদ যোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করার পাশাপাশি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন সহ আরো অনেকে। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031