সিলেট জেলা পুলিশের উদ্যোগে শোকদিবস পালন
চেম্বার ডেস্ক:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা পুলিশ সিলেটের আয়োজনে পুলিশ লাইন্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। অতপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এসময় সিলেট জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।