গাছবাড়ি উইমেন্স কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
চেম্বার ডেস্ক:: কানাইঘাট উপজেলার গাছবাড়ি উইমেন্স কলেজের ২য় ব্যাচ এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার (১৪ আগস্ট) কলেজ ক্যাম্পাসে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর ইংরেজি প্রভাষক এমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান প্রভাষক আব্দুর রাজ্জাক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মাস্টার আব্দুল মতিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাছবাড়ি উইমেন্স কলেজ ফাউন্ডেশনের ট্রেজারার আব্দুর রহিম, মাওলানা রুহে আলম, প্রভাষক আমিনুল ইসলাম ও প্রভাষক মিনহাজ উদ্দিন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উইমেন্স কলেজ ফাউন্ডেশনের সহ ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা জয়নুল আবেদীন চৌধুরী।
অনুষ্ঠান শেষে সকল পরীক্ষার্থীদের হাতে ফাইল, কলম, স্কেল ও পেন্সিল কলেজের পক্ষ থেকে উপহার হিসেবে হস্তান্তর করেন সম্মানিত অতিথি বৃন্দ।