মেট্রোসিটি উইমেন্স কলেজের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
চেম্বার ডেস্ক:: মেট্রোসিটি উইমেন্স কলেজ এর উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ জুলাই, সিলেট ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে ছয়শত শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসের সর্ব কনিষ্ঠ ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “মেট্রোসিটি উইমেন্স কলেজ নারী শিক্ষার অগ্রগতিতে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।” তিনি আরও বলেন, “মেট্রোসিটি উইমেন্স কলেজ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠান সিলেটের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে।” সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি ও শিক্ষানুরাগি, মেট্রোসিটি উইমেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুসলেহ উদ্দিন খান। কলেজের অধ্যক্ষ মাজহারুল হক চৌধুরী সালমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এবং মেট্রোসিটি উইমেন্স কলেজের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠান সঞ্চালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুর রহমান মান্না ও কলেজের পাবলিক রিলেশন অফিসার মাহি ইসলাম।