কানাইঘাটের নতুন এসি ল্যান্ড ফয়সাল আহমদের যোগদান
কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমদ।
রবিবার (৬ই আগস্ট) নতুন কর্মস্থল কানাইঘাটে যোগদান করেন ফয়সাল আহমদ। তিনি বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার স্থলাভিসিক্ত হয়েছেন। পাশাপাশি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য থাকায় ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ভূমি কর্মকর্তা ফয়সাল আহমদ।
ফয়সাল আহমদ ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন। তাঁর বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার কানিপুর গ্রামে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।
চাকরি জীবনে প্রথমে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতার সাথে ২ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে তাকে কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়।
কানাইঘাটে দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন তিনি।