গাছবাড়ি উইমেন্স কলেজে এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মুফিজ তালুকদার: এ বছরের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে গাছবাড়ি উইমেন্স কলেজ। সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২ আগস্ট) কলেজ ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক রুহেল আহমদের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর। তিনি তাঁর বক্তব্য বলেন, উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। শিক্ষাজীবনের প্রথম সাফল্যকে আরো বেশি অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তৈরী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ সালাম, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, গাছবাড়ি মডার্ন একাডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান,গাছবাড়ী মেরিট গার্ডেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন, গাছবাড়ি উইমেন্স কলেজের সাবেক প্রভাষক মাওলানা রুহে আলম।
অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।