গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে সিলেটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
চেম্বার ডেস্ক:: গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেটের নয়া ডিসি শেখ রাসেল হাসান।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু,সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল,সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু,সাবেক সাধারন সম্পাদক ছামির মাহমুদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, এনডিসি আহসানুল আলম,সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।