জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় রাজাগঞ্জে দোয়া মাহফিল
চেম্বার ডেস্ক::কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসুস্থ সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় আজ ১৬ জুলাই রবিবার বিকেলে কানাইঘাটের রাজাগঞ্জ মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাও. মমতাজ উদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সুলেমান, রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব অলি মিয়া তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইফুদ্দিন, প্রচার সম্পাদক দেলওয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা আলী হোসেন চৌধুরী এবং ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কয়সর আহমদ বাবলু, রাজাগঞ্জ ইউনিয়ন সেচ্চাসেবক দলের জুবের আহমদ তালুকদার, মাহিয়ান শিকদার, সুলেমান আহমদ, মিনহাজ ও ফয়জুল প্রমুখ।
কানাইঘাট-জকিগঞ্জের আগামী দিনের কান্ডারী ও জেলা বিএনপির ১ম সহ সভাপতি মামুনুর রশিদ রাজাগঞ্জ বিএনপির দোয়া মাহফিলের উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।