গোলাপগঞ্জে রাতের আঁধারে মাইক্রোবাসে করে যুবককে তুলে নেয়ার অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে রাতের আঁধারে মাইক্রোবাসে করে এক যুবককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ যুবকের নাম রাজু আহমদ(৩১)। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দক্ষিণ কানিশাইল গ্রামের আজির উদ্দিনের ছেলে।
গত শনিবার(২৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে রাজু নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে রাজু আহমদের পিতার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে রাজু প্রতিদিনের মতো রাতে রুমে ঘুমাতে গেলে রাত ২ ঘটিকার দিকে তার দরজায় কারা কড়া নাড়ে। তখন রাজু ঘরের দরজা খুললে কয়েকজন মুখোশধারী লোকেরা তার চোখ বেঁধে একটি মাইক্রোবাস গাড়ি যোগে তুলে নিয়ে যায়। তখন আমার ছেলের চিৎকার শুনে আমরা রুম থেকে বের হলে পুলিশের একটি মাইক্রোবাস রাজুকে নিয়ে দ্রুত চলে যায়।
রাজুর পিতা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগ করে বলেন, তার ছেলে রাজু নির্বাচনে পোলিং এজেন্ট হওয়ার কারণে তাকে ধরে নিয়ে গুম করে রেখেছে। এ
বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি রাজু নামে এক যুবক নিঁখোজ হয়েছেন আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।