সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

প্রকাশিত: ১৯. মে. ২০২৩ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৩-২৫ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা অব্যাহত রয়েছে।
পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কানাইঘাট প্রেসক্লাব হচ্ছে এ অঞ্চলের মানুষের একটি আস্থা ও গর্বের প্রতিষ্ঠান। কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে ক্লাবের সাংবাদিকরা সব-সময় মানুষের পাশে থেকে সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সবধরনের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন সহ কানাইঘাটের সার্বিক উন্নয়ন সাধন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। নতুন কমিটির বলিষ্ট নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি সহ ক্লাবের সবধরনের কার্যক্রম আরো বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
অভিনন্দনদাতারা হলেন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র সহ সভাপতি কানাইঘাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও অফিসার্স ক্লাবের সভাপতি সাবেক ছাত্রনেতা এম তাজিম উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি নাজমুল হক, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা শফিকুল হক, সাধারণ সম্পাদক মাও. আলতাফ হোসেন, উপজেলা জমিয়তে উলামার সভাপতি মাও. মাহমুদুল হাসান রায়গড়ী, সাধারণ সম্পাদক ক্বারী হারুনুর রশিদ চতুলী, দুর্গাপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন রশিদ, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মাস্টার ফয়জুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসাইন,বীরদল এন.এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, বড়চতুল হাই স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান, কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, বড়চতুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আলমাছ উদ্দিন চৌধুরী, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গর্ভনিং বর্ডির সভাপতি ব্যাংকার মোঃ জাকারিয়া, কানাইঘাট মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সফর আলী মেম্বার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহকারী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, হামিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মানিক মিয়া, সচিব ফখরুল ইসলাম, মুজম্মিল আলী শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী কিউ.এম ফররুখ আহমদ ফারুক, উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল¬াহ আল-মুমিন, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোকশনা বেগম, নারী নেত্রী ইউপি সদস্যা রুবি রানী চন্দ, কানাইঘাট বাসস্ট্যান্ড শাখার ম্যানেজার শ্রমিক নেতা ফিরোজ মিয়া, কানাইঘাট শেখ রাসেল ফুটবল একাডেমির প্রশিক্ষক সাবেক কৃতি ফুটবলার হাবিবুল্লাহ, কানাইঘাট উপজেলা ফুটবল দলের অধিনায়ক কৃতি ফুটবলার দেলোয়ার হোসেন বাবর সহ কানাইঘাটের বিভিন্ন মহল।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031