সর্বশেষ

» কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন

প্রকাশিত: ১৫. মে. ২০২৩ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সভায় নব-নির্বাচিত কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ জনপ্রতিনিধিরা।
সোমবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সার্বিক সঞ্চালনায় মাসিক সভায় প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, অতিতের মতো নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ ও প্রশাসন সহ জনপ্রতিনিধিদের সর্বাত্মক ভাবে সহযোগিতা করে যাবেন। প্রেসক্লাবের উন্নয়নে স্থানীয় প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ^াস প্রদান করেন তারা। পাশাপাশি উপজেলা পরিষদের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ও স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্বারা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরে প্রশাসনের সকল কাজে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মাসিক সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা প্রকৌশলী আবু হানিফা, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাষ্টার আবু বক্কর সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728