চৌদ্দগ্রামে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা

স্টাফ রিপোর্টার:কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ঢুকে বিএনপি নেতাকর্মী কর্তৃক দলীয়
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, চেয়ার-টেবিল ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানায় মামলটি করেন আওয়ামীলীগ সমর্থিত আলী আহসান।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্য শাহিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকালে চৌদ্দগ্রাম আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অবৈধভাবে প্রবেশ করে বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, চেয়ার-টেবিল ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার আসামীরা হলেন, নোয়াপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে নুরুল আলম (৩২), শ্রীপুরের নজরুল আমিনের ছেলে আতিকুর রহমান (৩০), আব্দুল খালেকের ছেলে হাসান আহমদ (২৭), কমলপুরের হুছন আহমদের ছেলে রুবেল আহমদ(৩৩), বালুজুরি গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে আকরাম হোসেন(২৮), মাশকরার নুর মিয়ার ছেলে সাদিক (২২),নোয়াপাড়ার মৃত আব্দুর রবের ছেলে সামাদ আহমদ (২৭), বালুজুরির রশিদ আলীর ছেলে রুবেল আলী(২৬), নোয়াপাড়ার মৃত আব্দুশ শুকুরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৬), শ্রীপুরের মৃত হাজী বশির উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩৫), মৃত কমাই মিয়ার ছেলে আং কাদির( ৩০), নোয়াপাড়ার শফিক আহমদের ছেলে জাবেদ আহমদ( ২৮), মৃত রইছ আলীর ছেলে ইলিয়াছ মিয়া (৩১), শ্রীপুরের মৃত মুরাকিব আলীর ছেলে সিদ্দিক আহমদ (৩০),আশিক শিকদারের ছেলে করিম শিকদার(৩০), ও নোয়াপাড়ার গিয়াস মিয়ার ছেলে জাহেদ হোসেন (৩০),সর্বথানা চৌদ্দগ্রাম।