জুড়ীতে মন্দিরে জায়গা দানকারী ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

জুড়ী সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মন্দিরে ভূমিদাতা মুসলিম ব্যবসায়ী জায়েদ হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে জুড়ী পৌর শহর থেকে তিনি বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়,ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জায়েদ হাসান গতকাল রাতে বাজার থেকে বাসায় ফিরছিলেন। অর্ধেক রাস্তা চলার পর পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একদল সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জুড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যবসায়ীর স্ত্রী,স্কুল শিক্ষিকা পারভিন আক্তারের অভিযোগ,তার স্বামী ‘সোনারুপা চা-বাগান’ এলাকায় হিন্দু ধর্মালম্বীদের মন্দির নির্মাণে জায়গা ও টাকা দান করেছিলেন। এর ফলে ইসলামপন্থী দল ‘আঞ্জুমানে আল ইসলাহ’ নেতা মাওলানা আব্দুস শহীদ সহ দলটির নেতাকর্মীরা তার উপর ক্ষোব্ধ। তারা কয়েকদিন থেকে নানাভাবে জায়েদ হাসানকে হুমকি দিচ্ছে। ২০ ফেব্রুয়ারী পরিকল্পিতভাবে ঐ হুমকিদাতা ইসলামপন্থী গ্রুপই তার স্বামীকে হত্যার চেষ্টা করেছে।’