সর্বশেষ

» মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আট কর্মকর্তা-কর্মচারীর আদালত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সুলতান মাহামুদ।

 

আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আদালতে হাজির করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

 

অ্যাডভোকেট সুলতান মাহামুদ জানান, দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করলে তাদের জামিন আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত আটজনের জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন, আদালত পাঁচশত টাকার বন্ডে তাদের জামিন দিয়েছেন।

 

জামিন পাওয়া আসামিরা হলেন, তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহামুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।

 

গত ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে সিআইডি পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়ে দেয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ডের দিন শেষ হলে তাদের আদালতে হাজির করা হয়।

 

গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। এতে ৩৭ জন অগ্নিদগ্ধ হয়। তাদের ৩৩ জন মারা গেছে। আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনজন।

 

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। সিআইডি মামলার তদন্ত করছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728