ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি রোটা:মহি উদ্দিন
চেম্বার প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি ও সিলেট নগরীর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন।
শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মহি উদ্দিন বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
তিনি, অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সকল পাঠক, লেখক,শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপানদাতাসহ সকলের সার্বিক কল্যাণ কামনা করেছেন।