শেখ মকন মিয়ার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপি উপদেষ্টা, সাবেক জেলা সহ-সভাপতি ও মোল্লারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মকন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ ও দীর্ঘদিনের জনপ্রতিনিধি শেখ মকন মিয়ার মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। বিএনপির রাজনীতির পাশাপাশি তিনি সিলেটের ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তাঁকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি