কানাইঘাটে রাতের আঁধারে বসত বাড়ি থেকে গাছ কর্তন ॥ থানায় অভিযোগ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামে বসত বাড়ি থেকে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরও কোন ধরনের প্রতিকার পাচ্ছেন না বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করছেন।
থানার দায়েরকৃত অভিযোগে জানা যায়, ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মাও. তরিকত উল্লাহর পুত্র মোঃ শুয়াইব আহমদের পৈত্রিক পুরাতন বসত বাড়ি থেকে গত ৮ এপ্রিল দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে একই গ্রামের প্রতিবেশি মৃত ইব্রাহিম আলীর পুত্র ছানা উল্লাহ ও তার পুত্র এনাম উদ্দিন, সেবুল আহমদ গংরা বড় ধরনের সুপারি, আমড়া গাছ সহ ছোট বড় বিভিন্ন জাতের বেশ কিছু গাছ চুরি করে কেটে নিয়ে যায়।
পরদিন সকালবেলা গাছকাটার সংবাদ পেয়ে শুয়াইব আহমদ তার পুরাতন বসত বাড়িতে এসে দেখতে পান অনেক গাছ কেটে নেয়া হয়েছে। গাছ কাটার বিষয়টি ছানা উল্লা ও তার পুত্ররা স্বীকার করে উল্টো শুয়াইব আহমদ ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি প্রদান করে যাচ্ছে বলে জানান।
এ ঘটনার পর শুয়াইব আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় ছানা উল্লাহ ও তার দুই পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এস.আই মিজানুর রহমান মোড়ল ঘটনার ৫দিন পর গত শুক্রবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার ঘটনার সত্যতা পান।
তবে শুয়াইব আহমদ জানান, গাছ কাটার অভিযোগ থানায় দায়ের করার পরও অদ্যবধি পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
নাম প্রকাশে স্থানীয় অনেকে জানিয়েছেন পূর্ব বিরোধের জের ধরে শুয়াইব আহমদের বসত বাড়ি থেকে কিছু গাছ কেটে নেয়া হয়েছে। সেই কাটা গাছের কিছু টুকরো ছানা উল্লার বাড়িতে দেখতে পেয়েছিলেন। স্থানীয়রা বলেছেন এ নিয়ে যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এজন্য থানা পুলিশকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস.আই মিজানুর রহমান মোড়লের সাথে কথা হলে তিনি বলেন, শুয়াইব আহমদের বসত বাড়ি থেকে কয়েকটি সুপারি গাছ ছানা উল্লাহ গংরা কেটে নেওয়ার ঘটনার সত্যতা পেয়েছেন। তবে তারা বলেছেন রাস্তার জন্য আরো কিছু বাড়ির পাশাপাশি শুয়াইব আহমদের বাড়ি থেকে গাছ কাটা হয়েছে। বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে।