সর্বশেষ

» কানাইঘাটে ছাত্রলীগ কর্মী ইফজাল খুনের ঘটনায় মামলা,গ্রেফতার-১,অন্যরা পলাতক

প্রকাশিত: ১৯. মে. ২০২১ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ছাত্রলীগ কর্মী ইফজালুর রহমান খুনের ঘটনায় মকবুল হোসেন আজাদ (৫৫) নামে এজহারভুক্ত ১ আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গতকাল রাতে কানাইঘাট থানা পুলিশের এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। সেখানে তিনি শশুড়বাড়ীতে অবস্থান করছিলেন।

গতকাল মঙ্গলবার বিকালে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত ইফজালের পিতা মো: সরফ উদ্দিন। থানার মামলা নং- ০৮, তারিখ ১৮/০৫/২০২১ ইং। মামলার এজহারভুক্ত আসামীরা হলেন ফালজুর পূর্ব গ্রামের মো: আব্দুল মতলিবের পুত্র মো: রাজু আহমদ, মকবুল হোসেন আজাদের পুত্র ফয়জুল বারী, মৃত জহুর মিয়ার পুত্র মকবুল হোসেন আজাদ (গ্রেফতার), মৃত রহমত আলীর পুত্র ইমন মিয়া, আব্দুর রহিমের পুত্র আব্দুল আজিজ ও আব্দুল খালিকের পুত্র আব্দুল মালিক। এছাড়া মামলায় ১০/১২ জন অজ্ঞাত আসামী রাখা হয়েছে।

চাঞ্চল্যকর এ মামলায় ৩ নং আসামী মকবুল হোসেন আজাদকে গ্রেফতার করতে পারলেও তার পুত্র ফয়জুল বারীসহ অন্য আসামীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মে) উপজেলার শহর উল্লাহ বাজারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দু পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ইফজাল খুন হন।

মামলার এজহার সূত্র জানা যায়, ইফজাল কানাইঘাট কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগ রাজনীতি করার কারণে ছাত্রদল নেতাকর্মীরা ইফজালের সাথে খারাপ আচরণ করতো। ইফজাল কলেজ ছাত্রলীগ সভাপতিকে বিষয়টি অবহিত করলে ছাত্রলীগ সভাপতি ছাত্রদলের বখাটে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের কর্মীদের কলেজ থেকে বের করে দেন, এ কারণে ছাত্রদল কর্মীরা প্রতিশোধ নিতে নীলনকশা তৈরি করে।
ঘটনার দিন স্থানীয় শহর উল্লাহ বাজারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী ইফজাল। অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল হট্রগোল শুরু হয়।
এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিকল্পিতভাবে ইফজালকে বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমন করা হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইফজালকে মৃত ঘোষণা করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930