দরিদ্রের মধ্যে নুরুল হক-ওয়াহিদা ফাউন্ডেশনের শাড়ি-লুঙ্গি বিতরণ
চেম্বার ডেস্ক:: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠান গতকাল ১৫ এপ্রিল শনিবার দুপুরে কোনারচর গ্রামে ওয়াহিদা মঞ্জিলের সামনে অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হারুনুর রশীদ হীরনের সভাপতিত্বে ও এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামীম মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ.এম খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আশরাফুল আলম বাহার, সমাজসেবী লয়লু মিয়া। উপস্থিত ছিলেন এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম সহ এলাকার গণ্যমাব্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২৫০ জন দরিদ্র ব্যক্তিদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ব্যক্তিগণ সব সময় দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। মহামারী করোনা ভাইরাস, বন্যা সহ দুর্যোগময় সময় প্রবাসীরা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী তার নামিয় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন এটা প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।