সর্বশেষ

» রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এম সি কলেজের উদ্যোগে ইফতার মাহফিল, সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ ও রেগুলার মিটিং গত ৮ এপ্রিল শনিবার বিকালে নগরীর শিবগঞ্জস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট এম সি কলেজ এর সভাপতি রোটার‌্যাক্ট মোঃ আলবাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব জালালাবাদ এর ইলেক্ট প্রেসিডেন্ট আর.সি.সি রোটারিয়ান মুহাম্মদ মনজুর আল বাসেত।
উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের পিপি রফিকুল আলম রফিক, পিপি এক্স রোটার‌্যাক্ট সাইদুল করিম রেজা, পিপি রোটার‌্যাক্ট রুহুল আমিন, পিপি রোটার‌্যাক্ট আমিনুল ইসলাম, পিপি রোটার‌্যাক্ট আলাউর রহমান, সেক্রেটারি আব্দুল আজিজ, জয়েন্ট সেক্রেটারী রোটার‌্যাক্ট তানভীর মাহফুজ তানিম, এডিটর রোটার‌্যাক্ট মেহেদী হাসান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্ট মেহেদী হাসান, চীফ সার্জেন্ট অব আর্মস রোটার‌্যাক্ট জামরুল হক, রোটার‌্যাক্ট মোহাইমিন রহমান সোহাগ, রোটার‌্যাক্ট জসিম, রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর আইপিপি তামিম রহমান চৌধুরী, রোটারেক্ট ক্লাব অব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রোটার‌্যাক্ট হুছনা সিদ্দিকা মীম, রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডসের প্রেসিডেন্ট রুহেল আহমদ, রোটারেক্ট ক্লাব অব সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রোটার‌্যাক্ট রেদওয়ানুল হক সেক্রেটারি সহ বিএনসিসি ও প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটার‌্যাক্ট জামরুল হক। পরে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট মেহেদী হাসান প্রত্যয় পাঠ করেন। এই সময় সকল রোটারেক্টরবৃন্দ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। ঈদ বস্ত্র উপহার পেয়ে বঞ্চিত শিশুরা আনন্দিত হয়ে উল্লাস প্রকাশ করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031