রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে নজিবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
চেম্বার ডেস্ক:: নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব নজিবুর রহমান। বুধবার (১২ এপ্রিল) সকালে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এ সময় সিএমএসএফ ওয়েবসাইট ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক একেএম আশরাফুল হক তার সঙ্গে ছিলেন।
নজিবুর রহমান জানান, সাক্ষাতের সময় তিনি মহামান্য রাষ্ট্রপতিকে সিএমএসএফ-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং তার হাতে গভর্নিং ইন্সট্রুমেন্টের একটি কপি হস্তান্তর করেন। রাষ্ট্রপতি সিএমএসএফ-এর কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে আগামী দিনে এর সাফল্য কামনা করেন। এছাড়া সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী মেমোরিয়াল কাউন্সিল (এইচআরসিএমসি) কার্যক্রম সম্পর্কেও নজিবুর রহমান রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং প্রতিষ্ঠানের একটি প্রকাশনা হস্তান্তর করেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি ১৯৭৫ সালের আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বেঁচে থাকা দুই কন্যাকে আশ্রয় প্রদানে হুমায়ুন রশীদ চৌধুরীর অসাধারণ অবদানের কথা স্মরণ করেন এবং প্রয়াত স্পিকারের প্রতি শ্রদ্ধা জানান।