বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্ব পেলেন রাসেল মাহবুব

চেম্বার ডেস্ক::  বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট অঞ্চলের (সিলেট মহানগর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা) জন্য আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে মনোনয়ন পেলেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী মানবতাবাদী রাসেল মাহবুব। আর্তমানবতার সেবা, মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে অবদান রাখায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। তিনি গত মঙ্গলবার (১১ এপ্রিল) কমিশনের সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে দুই বছরের জন্য এ মনোনয়ন লাভ করেন। ১১ এপ্রিল থেকে তিনি এ মনোনয়ন লাভ করেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশনের ১৬ নভেম্বর ২০০০ সালের অধিবেশনে অনুমোদিত একটি মানবাধিকার প্রতিষ্ঠান। এটি বাংলাদেশে এবং বহির্বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছে। আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে রাসেল মাহবুব অঞ্চলের অধিভুক্ত জেলা, মহানগর, উপজেলা, থানা এবং পৌরসভা শাখাসহ সকল শাখার কার্যক্রম তদারকি ও কমিশনকে গতিশীলকরণে দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক দিবস যথা বিশ্ব মানবাধিকার দিবস, বিএইচআরসি এর প্রতিষ্ঠা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং নির্যাতিতদের পক্ষে আন্তর্জাতিক দিবস অধিভুক্ত শাখাগুলোর মাধ্যমে পালনে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি যেকোনো শাখা গঠন, পুনর্গঠন কিংবা শৃঙ্খলা পরিপন্থী হলে শাখাকে বাতিল করারও সুপারিশ করতে পারেন।