সর্বশেষ

» বাংলাদেশের মানুষ এখন বিকল্প রাজনীতি চায়: সিলেটে নূরুল হক নূর

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি উপহার দিতে চাই। যে কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ করি। তাই খুব অল্প সময়ের মধ্যে গণঅধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

নূর বলেন, বাংলাদেশের মানুষ এখন বিকল্প রাজনীতি চায়। বিগত বছরগুলোতে দেশের মানুষ দূর্বৃত্তায়নের রাজনীতি দেখেছে। এ থেকে জনগণকে মুক্ত করতে গণ অধিকার পরিষদ বিকল্প রাজনীতি উপহার দিতে চায়।

নুরুল হক নুর সুষ্ঠু নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নগরীর ধোপাদীঘির পূর্বপারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর অঙ্গ সংগঠনের সহযোগিতায় গণ অধিকার পরিষদ সিলেট জেলা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গণ অধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহী লষ্করে নাইম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পোদ্দার, মিয়া মসিউজ্জামান, নাজমুস সাকিব, শহীদুল ইসলাম ফাহিম, যুগ্ম সদস্য সচিব ড. আজাদ আলী।

গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর চৌধুরী সাজু, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম তোফায়েল, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনয়ার সম্রাট, প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতে সহ সভাপতি আব্দুস ছামাদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি শাহ শামিম আহমেদ অপু, সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাধারণ সম্পাদক শাহিন মির্জা, মহানগরের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী, সাবেক সদস্য সচিব রুহুল আমিন, ছাত্র অধিকার পরিষদ শাবিপ্রবির সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাসেদ আহমেদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সুমন আহমদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728