সর্বশেষ

» সিলেটের অনাবাদী জমিতে চাষাবাদ বাড়ছে: কানাইঘাটে জেলা প্রশাসক

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২৩ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে ধান বীজ, সার সহ নানা ধরনের প্রণোদনার কারনে কৃষি ক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলের অনাবাদী হাজার হাজার হেক্টর জমিগুলো দিন দিন চাষাবাদের আওতায় আসছে। এতে করে ধানের আবাদ বেড়েছে এবং কৃষকরা সবজি চাষ সহ তৈল জাতীয় শস্য উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বি হচ্ছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের কৃষি সেক্টরে আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। বৈশি^ক মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশে^র অনেক উন্নত রাষ্ট্রে খাদ্যের সংকট দেখা দিয়েছে। কিন্তু আমাদের কৃষকরা সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা পাওয়ার কারনে ধান সহ অন্যান্য ফসল উৎপাদন রেকর্ড পরিমান করার কারনে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে। তিনি সিলেট অঞ্চলের অনাবাদী জমিগুলো কৃষি ক্ষেতের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ তৎপর থাকার কারনে উৎপাদন বাড়ছে, এ ধারাবাহিকতা বজায় রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান আজ মঙ্গলবার দুপুর ১২টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কানাইঘাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূলে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল হারিছের পরিচালনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ কয়েক’শ কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান উপজেলার আড়াই হাজার কৃষকদের মাঝে ডিএপি সার ১০কেজি, এমওপি সার ১০কেজি এবং উন্নত জাতের ৫কেজি করে আউশ ধানের বীজ বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন।
এছাড়াও জেলা প্রশাসক কানাইঘাট থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ, কানাইঘাট পৌরসভা ও পৌর ডিজিটাল সেন্টার, কানাইঘাট ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং নবনির্মিত কানাইঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দর্শন করেন। এসব অফিস পরিদর্শনাকলে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান নিষ্ঠার সাথে সরকারি সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের আরো আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930