বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহায্যকারী দল

চেম্বার ডেস্ক:: প্রায় সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া এতে বিজিবির সদস্যরাও যোগ দিয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

মঙ্গলবার সকালে ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

এদিকে আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।