কানাইঘাটে কলেজ ছাত্রদল নেতা সামাদের উপর হামলা

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে আব্দুস সামাদ নামে এক কলেজ ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার ঝিংঙ্গাবাড়ি ইউনিয়নের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়,প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার বিকেলে কানাইঘাট কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ভাড়ারি মাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ। ঝিংঙ্গাবাড়ি ইউনয়নের প্রধান সড়কে পৌঁছা মাত্রই তার চাচাত ভাই,ছাত্রলীগ নেতা হারুন রশীদের নেতৃত্বে একদল যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সামাদ হাত ও পায়ে মারাত্বক আঘাতপ্রাপ্ত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাজনৈতিক নাকি পারিবারিক কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তবে আহত ছাত্রের পরিবারের ভাষ্য,পারিবারিক ও রাজনৈতিক উভয় শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।