সর্বশেষ

» আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষার তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২৩ | শনিবার

চেম্বার ডেস্ক::  আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশ পরিচালিত আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রে “কোরআন শিক্ষার তাৎপর্য বিষয়ক” আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১ এপ্রিল শনিবার দুপুরে নগরীর দরগা মহল্লাস্থ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মুফতি মোঃ কমর উদ্দিন কামু।
আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালক শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা মুফতি ক্বারী আবুল কালাম জাকারিয়া তোয়াকুলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রিন্সিপাল ফরিদ আহমদ। বক্তব্য রাখেন মাওলানা সালমান আহমদ, ক্বারী আবিদুর রহমান সিকদার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যথাক্রমে হাফিজ সায়েম আহমদ সাদি, সাদমান সাকিব নাবিল ও আরাফাত হোসেন। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন শিক্ষা অর্জন করার বিকল্প নেই। তাই প্রত্যেক মুসলিম নর-নারীদেরকে কুরআন শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত জীবন গড়তে হবে। জীবনে চলার পথে যেমন শিক্ষা অর্জন করা প্রয়োজন তেমনি ভাবে ধর্ম জ্ঞান অর্জনও অবশ্যই করতে হবে। বক্তারা বলেন, কুরআনে রয়েছে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি। তাই কুরআন শিক্ষায় বেশি গুরুত্ব দিয়ে ছেলেমেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলতে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে বিশুদ্ধ কুরআন, নামাজ, মাসআলা মাসাঈল, মাসনুন দোয়া শিক্ষা, কর্মজীবী ও বয়স্ক ব্যক্তিদের কুরআন শিক্ষা দেয়া হচ্ছে, যা প্রসংশনীয়। বক্তারা পরকালের মুক্তি লাভের জন্য সবাইকে কুরআন শিক্ষা গ্রহণের আহবান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728