কুরানিক এডুকেয়ার সেন্টারের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন
ডেস্ক রিপোর্ট : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আধুনিকতার সমন্বয়ে পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুরানিক এডুকেয়ার সেন্টার শামীমাবাদ,কানিশাইল রোড,সিলেট এর বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর নগরীর এডভেঞ্চার ওয়ার্ল্ড এ হেসে খেলে উল্লাসে মেতে উঠেন ক্ষুদে শিক্ষার্থীরা।
শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমন্ডলীর সরব উপস্থিতিতে প্রাণবন্ত শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় নগরীর কানিশাইল রোডস্থ শামীমাবাদ আবাসিক এলাকায় অবস্থিত কুরানিক এডুকেয়ার সেন্টার থেকে বাসে করে রওয়ানা দেন শিক্ষার্থীরা। এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে গিয়ে বিভিন্ন রাইডস চড়ার পাশাপাশি খেলাধূলা ও খাওয়া ধাওয়া হৈ হুল্লোরে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা সফরে শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে খাবার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুরানিক এডুকেয়ার সেন্টারের প্রিন্সিপাল মুফতী হাফেজ মাওলানা শফিকুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত শিক্ষা সফরে শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান, হাফেজ মাওলানা শাফী আহমদ, হাফেজ মো: জহুরুল ইসলাম, হাফেজ মাওলানা কাউসার আহমদ ও ক্বারী লায়েক আহমদ প্রমূখ। এছাড়া অভিভাবকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জেসমিন জুই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো: খালেদুজ্জামান, ছাতক উপজেলা সমবায় অফিসের সহকারী পরিচালক কামাল হোসেন ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল প্রমূখ।
শিক্ষা সফরে প্রিন্সিপাল মুফতি হাফিজ শফিকুর রহমান বলেন, শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠদানের একটি অংশ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মেধার বিকাশের সুযোগ সৃষ্টি হয়। কুরানিক এডুকেয়ার সেন্টার আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি শিক্ষার প্রসারে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। কুরানিক এডুকেয়ার সেন্টার একজন ক্ষুদে শিক্ষার্থীকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নের পাশাপাশি সাধারণ শিক্ষালাভের মাধ্যমে ক্যারিয়ার গঠনে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত করতে কাজ করছে।