সর্বশেষ

» সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকদের ‘ক্যারিয়ার প্লানিং’ কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের নিয়ে ‘ক্যারিয়ার প্লানিং’ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিনভর মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অর্ধশতাধিক ইন্টার্নি চিকিৎসক অংশ নেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. জি এম মনিরুল ইসলামের সভাপতিত্বে, কলেজ হাসপাতালের পরিচালনা বিভাগ ও ডিবিএল ফার্মাসিউটিক্যালের যৌথ উদ্যোগে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। ডা. সোমা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে আলোচনা রাখেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খন্দকার আবু তালহা। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডিবিএল ফার্মা’র ডা. ফিরোজা হাসান এবং রেজাউল করিম। কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে বক্তব্য রাখেন এবং ইন্টার্নি চিকিৎসকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডা: মোঃ ইসমাইল পাটোয়ারী, অধ্যাপক ডা: ওয়েস আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ডা. ডি এ হাসান চৌধুরী।
কর্মশালায় উপস্থিত অতিথি বক্তাগণ- চিকিৎসকদের দেশে ও বিদেশে পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রের সুযোগ ও বিকল্পের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার বলেন, ইন্টার্ন চিকিৎসকদেরকে সুচিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। সবাইকে মনে রাখতে হবে চিকিৎসা পেশা হচ্ছে জনসেবা। একজন রোগীকে সুচিবিৎসা দেয়ার মাধ্যমে চিকিৎসকগণ সমাজের এক গুরু দায়িত্ব পালন করেন। তাই স্বাস্থ্যসেবার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. জি এম মনিরুল ইসলাম- ইন্টার্নি চিকিৎসকদের ক্যারিয়ার প্লানিং এর ক্ষেত্রে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ইন্টার্ন সময়কাল চিকিৎসকদের জন্য সোনালী সময়। এই গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাতে হবে। চিকিৎসাক্ষেত্রে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলাকে গুরুত্ব দিতে হবে। এতে নিজের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশ জাতি সমাজ উপকৃত হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728