সর্বশেষ

» সিলেটে এবার ৬ লাখ ১৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২৩ | রবিবার

চেম্বার প্রতিবেদক:: 

সিলেট জেলা ও মহানগরীতে এবার ৬ লাখ ১৩ হাজার শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট জেলা ও মহানগরী এলাকার দিনব্যাপী ২ হাজার ৭৪৮ টি ক্যাম্পে শিশুদের মধ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এরমধ্যে সিলেট জেলার ১৩ টি উপজেলা ও ৫ টি পৌরসভায় ২৪ শ ও মহানগরীর বর্ধিত এলাকা সহ ৩৯ টি ওয়ার্ডে ৩৪৮ টি ক্যাম্প পরিচালিত হবে। সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নির্ধারিত ক্যাম্পে এ টিকা খাওয়ানো হবে।
আজ রবিবার দুপুরে এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সিলেট ও সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় এতথ্য জানানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার জানান, সরকারের স্বাস্হ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক করোনার প্রকোপ এখন না থাকার কারনে এবার ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন একদিন হচ্ছে,এলক্ষ্যে সিলেট জেলায় সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৬-১১ মাস বয়সী শিশুদের জন্য নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে নীল ক্যাপস্যুল ৪৬ হাজার ৯৫৬ ও লাল ক্যাপস্যুল ৩ লাখ ৮৮ হাজার ১৭৩ জন সহ জেলায় সর্বমোট প্রায় ৫ লাখ ৩৫ হাজার শিশুদেরকে এবার ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। স্বাস্হ্যবিধি মেনে জাতীয় এ ক্যাম্পেইন সুসম্পন্ন করতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সপ্নিল সৌরভ রায়,স্বাস্হ্য শিক্ষা অফিসার সুজন বনিক।এরআগে সকাল ১০ টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল জাতীয় ক্যাম্পেইন সফলের লক্ষ্যে স্বাস্হ্য বিভাগ সহ অন্যান বিভাগের কর্মকর্তাদেরকে নিয়ে পৃথক সভা করেন সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার। এসময় পদস্হ কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।
এদিকে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭৮ হাজার ১২৯ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ দুপুরে নগর ভবনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। এ সময় ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবগত করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
এ বছরে সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। কর্মশালায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031