সিলেট বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩ এর উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
চেম্বার প্রতিবেদক:: সিলেট বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন। শিল্প মন্ত্রনালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় নগরীর স্টেডিয়ামসস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড.মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার অনুপমা দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)দেবজিৎ সিংহ,সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর,সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, এসএমই ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য মানতাশা আহমেদ,সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার।
মেলার তত্বাবধানে রয়েছে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন সিলেট,বাংলাদেশ ব্যাংক সিলেট,বিসিক সিলেট,সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নাসিব,সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ওয়েব ও বিডব্লিউসিসিআই।
১৬-২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী এ মেলা চলবে। মেলায় ৫০ টি স্টল রয়েছে। এর মধ্যে ৩৮ টি স্টল সিলেট বিভাগের। মেলা প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলবে।