সর্বশেষ

» ভূমিকম্প : তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০২৩ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে মানুষকে জীবিত উদ্ধারের আশা ফুরিয়ে আসছে তুরস্ক ও সিরিয়ায়। এসেছে উদ্ধার কাজেও ধীরগতি। সব মিলিয়ে এখন পর্যন্ত দু দেশে মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া ভবন নির্মাণের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে তুরস্ক। এর বাইরে আরও কয়েক ঠিকাদারকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তা ও সংবাদমাধ্যমে বরাতে এসব তথ্য দিয়েছে সিএনএন।

গত ৬ ফেব্রুয়ারির ওই ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৬৩৪ জনে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৭৪ জনের। দু দেশেই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তুরস্কের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাসিন্দাদের কাছে পৌঁছানোর জন্য এখন চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে উত্তর-পশ্চিম সিরিয়ায় উদ্ধার অভিযান এখন শেষ পর্যায়ে। শোকাহত পরিবারগুলো প্রিয়জন হারানোর বেদনায় স্তব্ধ হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতায় ধীরগতি ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031