সর্বশেষ

» কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৩ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল-২০২৩ গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও. নাসির উদ্দিনের পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে মিলাদ মাহফিলের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জামাল উদ্দিন।
বিশেষ মেহমান ছিলেন, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান, কানাইঘাট সার্কেল অফিস জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউল হক। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হোসেইন আহমদ, আব্দুশ শুকুর।
কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক মিলাদ মাহফিলে বক্তারা বলেন, শিক্ষা জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। প্রিয় নবী হযরতে মোহাম্মদ মোস্তফা (সা.) এর জীবন আদর্শকে অনুকরন করার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন, ইসলাম ধর্মের শিক্ষার্থীদের অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদের জীবন পরিচালিত করতে হবে।
বার্ষিক মিলাদ মাহফিল শেষে আজান, হামদ্, নাথ, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031