সর্বশেষ

» কানাইঘাট ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০২৩ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা একটি দেশের শিক্ষা ব্যবস্থার মূলভিত্তি। প্রাথমিক স্তরে নতুন প্রজন্মের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে পরবর্তী শিক্ষা জীবনে তা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়ে।
তিনি আরো বলেন, আনুষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিকশিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলার পাশাপাশি কোমলমোতি শিশুদেরকে জ্ঞান-বিজ্ঞানের প্রতি সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশুদের মেধার বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কানাইঘাট উপজেলার ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক হাফিজ আহমদ সুজনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুস সালাম আইয়ুবীর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিম উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আইয়ুব আলী, বর্তমান সহ সভাপতি ইউপি সদস্য আবুল কালাম চৌধুরী, সদস্য আব্দুর রহিম, আব্দুল লতিফ, ফয়েজ উদ্দিন, সংবাদকর্মী ফখরুজ্জামান ফারুকী, সমাজসেবী আব্দুল মন্নান ময়না।
উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তার, সুহানা আক্তার, সুহানা বেগম, সমাজকর্মী ইব্রাহিম আলী, তাজ উদ্দিন, আব্দুল মালিক, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন, রুহুল আমিন, কালা মিয়া, জাহেদ আহমদ, মোহাম্মদ আলী তুহিন, তারেক আহমদ, আব্দুল্লাহ মিয়া, আজির উদ্দিন প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930