দক্ষিণ সুরমা তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ওয়াজ মাহফিল সম্পন্ন
চেম্বার ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) ও আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) এবং এলাকার মুর্দেগাণের ঈসালে সওয়াব উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মসজিদ সংলগ্ন মাঠে দুপুরে শুরু হয়ে মধ্যরাতে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সাবেক মেম্বার হাছির আলীর পৃথক পৃথক সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন একুশে টিভি ও মোহনা টিভি’র ইসলামি ভাষ্যকার মাওলানা মুফতি বেলাল আহমদ। বিশেষ অতিথির বয়ান পেশ করেন দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদরাসা আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন, সিলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান ভাদেশ্বরী, আল্লামা শায়দা (রহ:) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ আছকর আলী।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বী ও সামছুল ইসলাম শাকির যৌথ পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদারাসার প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, মানিককোনা দারুল ক্বেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রঃ)’র সুযোগ্য নাতী মাওলানা ফয়েজ আহমদ তুরুকখলী, দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ মুফতি সুলাইমান আহমদ, মাওলানা শহিদুল হক হোসেনপুরী প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ পেশ করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, মসজিদ পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে কামরুল ইসলাম মেম্বার, শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, আহবাব হোসেন কয়েছ। এছাড়াও মুব্বিয়ান, যুব সমাজ সহ সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারেক আহমদ। নাতে রাসুল সা. পরিবেশন করে হাফিজ মিসবাহ উদ্দিন ও রাহেল আহমদ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল হক হোসেনপুরী।