সর্বশেষ

» ফুটবলকে বাঁচাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: কানাইঘাটে ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০২৩ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধিঃ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে কানাইঘাটের সুরমা ব্রীজ সংলগ্ন বায়মপুর মাঠে কানাইঘাট উপজেলা বহুমুখী ফুটবল দল বনাম ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাডেমী চুনারুঘাট, হবিগঞ্জের মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বায়মপুর যুব সমাজের উদ্যোগে সুরমা ব্রীজ সংলগ্ন মাঠে এ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ ম্যাচটি ১-১ গোলে ড্র হলে খেলার আয়োজক কমিটির সিদ্ধান্তে চ্যাম্পিয়ন ট্রফি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী দলের হাতে তুলে দেয়া হয়।
সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবি সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিতমুখ সারাদেশে তৃণমূল পর্যায়ে ফুটবলের নবজাগরণের লক্ষে ছুটে চলা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে একনজর দেখতে এবং তার খেলা উপভোগ করতে মাঠ সহ আশপাশে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের সমাগম ঘটে।
প্রীতিম্যাচের শুরুতেই স্বাগত বক্তব্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ফুটবল ম্যাচকে ঘিরে কানাইঘাটে দর্শকরা যে উচ্ছাস, ভালোবাসা দেখিয়েছেন তা সব-সময় তিনি মনে রাখবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ সহ ফুটবলের নবজাগরণের জন্য তিনি লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন। ফুটবলকে বাঁচাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরি করতে হবে এবং নাইট মিডবার ফুটবলকে বর্জন করার আহ্বান জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সব-সময় কথা বলে যাবেন, তার কন্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না উল্লেখ করেন সায়েদুল হক সুমন।
তিনি আরো বলেন, কানাইঘাটের প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা আমি দেখেছি। দ্রুত রাস্তা সংস্কারের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসারও আহ্বান জানান।
কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খেলা আয়োজক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কাওছার আলমের পরিচালনায় প্রীতিম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, খেলার প্রধান আয়োজক উপজেলা ফুটবল দলের ম্যানেজার শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, এলাকার প্রবীণ মুরব্বী ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব কানাইঘাট মহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি সফর আলী মেম্বার, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র নিউজার্সি অঙ্গরাজ্য শাখা আওয়ামী যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, সিনিয়র যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা শ্রকিলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মখলিছুর রহমান পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক ছাত্রনেতা রায়হান আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম সহ আওয়ামীলীগ, বিএনপি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
প্রীতিম্যাচ শেষে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং কানাইঘাট উপজেলা বহুমুখী ফুটবল দলের অধিনায়ক দেলোয়ার হোসেন বাবরের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদ উদ্দিন আহমদ।
প্রসজ্ঞত যে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ও কানাইঘাট উপজেলা বহুমুখী ফুটবল দলের মধ্যে ৩টি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচই ড্র হলে খেলা আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যরিস্টার সুমন ফুটবল একাডেমী, চুনারুঘাট, হবিগঞ্জকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031